বেবাগী পিয়ানো

Editor
1 Min Read

তাসনিম জারিন অধীরা


 মনহারা মাতোয়ারা বেবাগী পিয়ানো

বেজে যায় অন্তহীন,

সুদিন কাছে এসে বলে 

স্বস্তি তুমি পাবে শুধু বেলা অমলিন।

ভাবলেশ উদাসীন নাম বহু তোমার

তবু তুমি সেই পুরোনো ছায়াময়ী হরিণ।

অমিয়া রজনীর নেশাময়ী ক্যানভাসে

শব্দে ছন্দে মোহনীয় স্বপ্নে তোমার সর্বনাম।

উষ্ণতার আবছায়া পাশে থাকে নতুন আবেশে

তবু অতীত গ্লানির পিছুটানে ভয় হয় ভীষণ,

যদিও হারাই আমি সর্বস্ব

চলতি পথে রঙধনুর রেশে

কুয়াশার ভিড়ে খুঁজে নিও আকাশে একছটা কোমল আলো,

কান পেতে শুনে নিও বেবাগীর বর্ণহীন সুর

কেননা উড়িয়েছি ফানুস, কালি মেখে তোমার নামে

আর পিয়ানোতে তুলেছি তোমার অলংকার।

রয়ে যাব নীরবে নিভৃতে, কবিতাটা শুধুই তোমার।

রয়ে যাব আড়ালে অগোচরে, কবিতাটা শুধুই তোমার।

 


লেখালেখি তাসনিম জারিনের কল্পনা জগতের একটা ছোটখাটো প্রকাশমাত্র। সে আড়ালে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম সাধারণ জিনিস সবার সামনে তুলে আনার চেষ্টা করে এবং নিজেকে ‘চিত্রকল্পী’ হিসেবে আখ্যা দিতে পছন্দ করে।

Share this Article
Leave a comment