ছোট মুখটা বন্ধ

Editor
3 Min Read
Artist: @atelie.acacia

মাশায়েখ হাসান


জন্ম থেকেই ছোট আমি। বয়স কত হলো?

বাস্তবতা আঠারো বলে, সনদ বলে ষোল!

হয়তো মানুষ হবার আশায় হয়েছিলাম ছাত্র
তখন থেকেই বড় হবার সীমানা শরীরমাত্র।

ছোট থেকেই শুনছি এসব শিক্ষা পাওয়ার কথা,
শিক্ষা ছাড়া উন্নতিটা ঠুনকো রসিকতা!

চারপাশটা দেখেই যেন চোখটা একটু খোলে
কল্পআশায় মিটাই তখন দুধের স্বাদটা ঘোলে।

দিন যায় আর বাস্তবতায় হচ্ছি আমি বড়
দেশে চলা হাজারঅকাজহচ্ছে চোখে জড়ো!

হেথায় সেথায় অনেক শুনি, “আরে তুমি ছোট!
বয়স তোমার খেলার পড়ার, তার পিছনেই ছোটো!”

দেশের জন্য পড়তে হবে, হতে হবে বড়
নইলে চিন্তা দাম পাবে না; যাও এখন পড়!”

আশা ছাড়ি। রাখব ধরে? বলবে, “তুমি ছোট
শোনায় অনেক এই সমাজের সংঘদল বা জোটও!

বুদ্ধি না হয় কম আমারছোট-ই আমার মাথা
তাই তো কোনোইবেলপায় না আধাভাঙ্গা কথা!

খারাপ কাজের বিরুদ্ধে যে করব গলা উঁচু,
লাভ হবে না ওসব করে, দিনশেষে সব কচু!

এই দুটি চোখ খোলা রেখেই দেখি প্রশ্নফাঁস।
জাতি দেখল, “দেশ আগাচ্ছে! শতভাগ পাশ!”

 

এরকম কি একটি কথা? আছে হাজার আরো!
বলব যখন, সমাজ তখন বলবে, “তাকে মারো!”

তবুও আশায়, বলব কিছু, খুলতে যাব গলা
দেখা মাত্রই, (শোনার আগে) খেলাম কান মলা!

তোমরা যারা সমাজ চালাও, তোমরা যারা বড়
ওসব কিন্তু আমিও বুঝি, যা করছ কর!

এরই মাঝে বড় হব, চলব তোমার সাথে।
আবার কেউ তো ছোট আসবে, দিনে কিংবা রাতে।

স্বপ্ন দেখি, পাল্টাবে সব! কিন্তু স্বপ্ন পাই ভঙ্গ
বুঝি না আমি এই সমাজের জটিল সব রঙ্গ।

ভেতর থেকেই বাড়ছি আমি, দেখছে সবাইছোট’,
ভেতর অতি ছোট আশা, ভালো হবার মোটো।

ভেতর থেকে বড় সবাই, বাইরে ছোট নাটক,
উন্নতিটাও সবার মাথার জেলখানা তে আটক।

 


মাশায়েখ একজন প্রত্যাশী নৃবিজ্ঞানী, যে জানার খাতিরে জানতে এবং জানাতে আগ্রহী।

Share this Article
Leave a comment